ইসরাইলের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছি : শেখ নাঈম কাসেম
- By Jamini Roy --
- 07 November, 2024
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, তারা মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বিগ্ন নয় এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে জয়ী হবে তা নিয়ে তাদের কোনো ভাবনা নেই। তিনি আরো বলেন, "আমরা মার্কিন নির্বাচনের ওপর ভরসা করি না, সেখানে ডোনাল্ড ট্রাম্প বা কমলা হ্যারিস বিজয়ী হয়েছেন কিনা তাতে আমাদের কিছু আসে যায় না।" এর বিপরীতে, হিজবুল্লাহ সামরিক উপায়ে ইসরাইলের বিরুদ্ধে এই সংঘাতের ফলাফল নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে।
এই বক্তব্যটি তিনি ৬ নভেম্বর, বুধবার হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে বলেন। আল-আরাবিয়া নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শেখ নাঈম কাসেম তার ভাষণে জানান যে, ইসরাইলের এমন কোনো স্থান নেই যেখানে হিজবুল্লাহর ড্রোন বা ক্ষেপণাস্ত্র পৌঁছাতে না পারে।
তিনি ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর যোদ্ধাদের দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করে বলেন, "লেবাননের বিরুদ্ধে দখলদার ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে, তা থামাতে এবং ইহুদিবাদীদের বাধ্য করতে হিজবুল্লাহ প্রস্তুত। একমাত্র যুদ্ধক্ষেত্রই চলমান এই আগ্রাসনের অবসান ঘটাতে সক্ষম।" তিনি আরো যোগ করেন, "আমরা রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংঘাতের সমাধান আশা করছি না, কারণ সামরিক উপায়ই একমাত্র সঠিক পথ।"
শেখ নাঈম কাসেম ২০০৬ সালের জুলাই মাসে ইসরাইলের সঙ্গে লেবাননের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহর প্রস্তুতির বিষয়ে আরও বিশদভাবে বলেন। তিনি জানান, হিজবুল্লাহ তার যোদ্ধাদের জন্য প্রশিক্ষণ, অস্ত্র এবং অভিযানের সক্ষমতা বৃদ্ধি করার জন্য নিরলসভাবে কাজ করে আসছে।
তিনি বলেছিলেন, "আমরা ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ, শক্তি, প্রস্তুতি এবং সহনশীলতার মাধ্যমে বিজয়ী হবো। আমাদের অভিধানে ধৈর্য, সহনশীলতা এবং বিজয় না আসা পর্যন্ত ময়দানে টিকে থাকার অঙ্গীকার রয়েছে।"